অনেক [ anēka ] বিণ.
১. একাধিক;
২. বহু, প্রচুর (অনেক চেষ্টা, অনেক তফাতে), নানা (অনেক কথা)।
সর্ব.
১. বহু লোক (অনেকে বলে);
২. প্রচুর (‘অনেক দিয়েছ নাথ’: রবীন্দ্র)।
[সং. ন + এক]।
অনেক সন্ন্যাসীতে গাজন নষ্ট–এক কাজের জন্য অনেক লোক জুটে গেলে মতভেদ ইত্যাদির ফলে কাজটাই পণ্ড হয়।
Leave a Reply