অনুবন্ধ [ anubandha ] বি.
১. অবতারণা; আরম্ভ (‘মনমথ পাঠ মহল অনুবন্ধ’: বিদ্যা.)
২. সংকল্প;
৩. অভিলাষ (‘মাতাল মধুকর পীবইতে করু অনুবন্ধে’: গো. দা.)
৪. সম্বন্ধ;
৫. পারম্পর্য, correlation;
৬. প্রসঙ্গ;
৭. উপলক্ষ্য;
৮. (ব্যাক.) কল্পিত বর্ণ যা ‘ইত্’ হয় অর্থাত্ বাদ যায় (যেমন, ঘঞ্-প্রত্যয়ের ঘ্ ও ঞ্)।
[সং. অনু + বন্ধ্ + অ]।
বিণ. অনুবন্ধী।
Leave a Reply