যবে শেষের প্রহরে হারানোর সুরে
ফুল পল্লব ধরবে।
জানি তোমার আমার এই পরিচয়ে
আড়াল তখন পড়বে।।
সংশয় ভরা কত সে দ্বন্দ্ব ভারে
যে প্রেম হারালো নিবিড় অন্ধকারে
তারই মাঝে কি গো তবুও তোমার
হৃদয়ের দীপ ধরবে।
আমি যে তোমার জীবন পথের।
কিছু প্রহরের সাথী।
এ কথা কি কভু মনে হবে বল।
ঝরা ফুলে মালা গাঁথি।
মরমী অলির চরণ চিহ্ন বয়ে
যে ফুলের দল যায় গো ছিন্ন হয়ে
বল তারই নামে হাসি কুড়ায়ে কি আর
মিলন বাসর গড়বে।
—————
সুর ও শিল্পী : হেমন্ত মুখোপাধ্যায়
Leave a Reply