অনুপাত [ anu-pāta ] বি.
১. (গণি.) এক রাশির সঙ্গে অন্য রাশির ভাগ সম্বন্ধ; ratio (বি. প.);
২. এক বস্তুর হ্রাস-বৃদ্ধি অনুসারে অন্য বস্তুর হ্রাস-বৃদ্ধি, proportion (বি. প.);
৩. হিসাব;
৪. হার (সেই অনুপাতে এদেশের ভালোই উন্নতি হয়েছে বলতে হবে)।
[সং. অনু + √ পত্ + অ]।
Leave a Reply