অধ্যাস১ [ adhyāsa1 ] বি.
১. সত্তা বা গুণাগুণ আরোপ;
২. এক বস্তুতে অন্য বস্তুর বা তার গুণের কল্পনা, illusion (যেমন রজ্জুতে সর্পজ্ঞান বা একচন্দ্রস্হলে দ্বিচন্দ্রের অথবা শুক্তিতে রজতের প্রতীতি) (বি. প.)।
[সং. অধি+√ অস্ (=নিক্ষেপ)+অ]।
অধ্যস্ত–বিণ. আরোপিত।
অধ্যাস২, অধ্যাসন [ adhyāsa2, adhyāsana ] বি.
১. অধিষ্ঠান;
২. উপবেশন।
[সং. অধি+√ আস্ (=উপবেশন)+অন]।
Leave a Reply