অঞ্জন–বি.
১. চোখের প্রসাধন দ্রব্য, কাজল, সুর্মা, যা দিয়ে চোখের উজ্জ্বলতা বাড়ানো হয়;
২. মালিন্য, কালিমা;
৩. (আয়ু.) বিভিন্ন ধাতুঘটিত দ্রব্য (রসাঞ্জন);
৪. আঁজনাই। [সং. √ অঞ্জ্+অন]।
পূর্ববর্তী:
« অঞ্চিত
« অঞ্চিত
পরবর্তী:
অঞ্জনশলাকা »
অঞ্জনশলাকা »
Leave a Reply