অঙ্গ–বি.
১. অবয়ব, শবীরের অংশ (অঙ্গহানি), limb; শরীর;
২. আকৃতি, মূর্তি (‘একদা তুমি অঙ্গ ধরি ফিরিতে’; রবীন্দ্র);
৩. অংশ; অপরিহার্য অংশ (কর্মের অঙ্গ, বিশ্রাম কাজেরই অঙ্গ);
৪. উপকরণ (পূজার অঙ্গ);
৫. (উদ্ভি.) ইন্দ্রিয়; শরীরযন্ত্র, organ (বি. প.);
৬. ভাগলপুর জেলা ও তত্সন্নিহিত অঞ্চলের প্রাচীন নাম (অঙ্গরাজ্য)।
[সং. √ অঙ্গ্+অ]।
Leave a Reply