অগাধ–বিণ.
১. তল পাওয়া যায় না এমন, অথই, অতল (অগাধ জল);
২. অতিশয় গভীর, বিশাল (অগাধ সমুদ্র);
৩. বিপুল, অপরিসীম (অগাধ পাণ্ডিত্য; অগাধ ঐশ্বর্য);
৪. অনন্তবিস্তার (‘অগাধ আকাশে’: রবীন্দ্র);
৫. অপার (অগাধ স্নেহ)।
[সং. ন+গাধ]।
সমার্থক শব্দঃ
- অতল
- অতিশয়
- গভীর
- অতলস্পর্শী
- তলহীন
- গহীন
- বিপুল
- প্রভূত
- অঢেল
- প্রচুর
- বিস্তর
- দেদার
- অপরিসীম
- সীমাহীন
- অপরিমেয়
- অপার
- অশেষ
- অসীম
- অফুরন্ত
- অফুরান
- অনন্ত
- অপ্রমিত
- অপ্রমেয়
Leave a Reply