অগভীর–বিণ.
১. গভীর নয় এমন;
২. অল্প গভীর;
৩. (জ্ঞানবিদ্যাদি সম্পর্কে) ভাসাভাসা, সামান্য (শাস্ত্রাদিতে তাঁর জ্ঞান বড়ই অগভীর)।
[সং. ন+গভীর]।
অগভীর জলে শফরী ফরফরায়তে–অল্প জলে পুঁটিমাছ ফরফর করে বেডায়; (আল.) অল্পবিদ্যার অধিকারীরাই বিদ্যা বেশি জাহির করে।
Leave a Reply