অক্ষ–বি.
১. খেলবার পাশা, পাশা খেলার ঘুঁটি (অক্ষক্রীড়া);
২. পদ্মবীজ; রুদ্রাক্ষ বীজ;
৩. তুঁতে; ধুনা;
৪. ইন্দ্রিয় (প্রত্যক্ষ, পরোক্ষ);
৫. আত্মা;
৬. জ্ঞান;
৭. জন্মান্ধ ব্যক্তি;
৮. সাপ;
৯. গরুড়;
১০. রাবনের জনৈক পুত্র;
১১. (বাণি.) এক ভরি;
১২. (বৈদ্য.) দুই তোলা;
১৩. (ভূগো.) মেরুকেন্দ্র রেখা, axis (বি.প.);
১৪. রবি মার্গ থেকে কোনো গ্রহের কৌণিক ব্যবধান বা দূরত্বের পরিমাণ, latitude;
১৫. গ্রহগণের পরিভ্রমণপথ, axis;
১৬. প্রাণীদেহের প্রধান অস্হি, axis;
১৭. (জ্যোতি.) রাশিচক্রের অবয়ব;
১৮. আইন বা রাজনীতি;
১৯. রথ;
২০. রথাদির চাকা বা চাকার মধ্যস্হ দণ্ড বা ঈশ, axle.
২১. মাষা।
[সং. √ অক্ষ্+অ]।
Leave a Reply