ও১ [ ō ] বাংলা বর্ণমালার দ্বাদশ, এবং আধুনিকমতে দশম বর্ণ উচ্চমধ্য অর্ধসংবৃত ‘ও’ ধ্বনির দ্যোতক বর্ণ।
ও২ [ ō ] সর্ব. অদূরের বস্তু বা ব্যক্তি বা বিষয় (ও পারবে, ও নিয়ে পরে কথা হবে)।
বিণ.
১. ওই (ওকথা, ওবিষয়);
২. গত (ওমাসে);
৩. অপর, ওপার (ওপার বাংলা)।
অব্য. সম্বোধন, স্মরণ, বিস্ময় অনুকম্পা প্রভৃতির সূচক ধ্বনি (ও রাম, ও ভুলে গেছি ও তাই নাকি)।
ও৩ [ ō ] অব্য.
১. আর, এবং (রাম ও শ্যাম, সুখ ও দুঃখ);
২. অধিকন্তু, আরও, আবার (সেও আসবে, এটিও ভালো ওটিও ভালো);
৩. মাত্র, পর্যন্ত, এমনকী, মোটেও (তার নামও শুনিনি, আমি সেখানে যাইওনি)।
[ফা. ঊঅ]।
n. the tenth vowel of the Bengali alphabet.
Leave a Reply