খুব লুসমোশান হওয়ায় পচা গেছে ওষুধের দোকানে বলে ওষুধ আনতে।
পচাঃ কার্ত্তিকদা, কোনও ট্যাবলেট দাও না, হেব্বী লুসমোশান হচ্ছে মাইরি।
কার্ত্তিকদাঃ কত বার গেছিস? কতটাই বা পাতলা হচ্ছে? ঠিক করে বল, গন্ধটা কেমন?
পচাঃ তা তো ১০/১২ বারের পর থেকে গুনতেও ভুলে গেছি। তবে যা পাতলা তাতে তুমি কুলকুছিও করতে পারবে, আর গন্ধর কথা বোলো না… তাহলে তুমি কুলকুচি তো দূর… এলাকা ছেড়েই পালাবে।
(বর্তমানে কার্ত্তিকদা কোমায় আচ্ছন্ন আছেন)
পূর্ববর্তী:
« রোগের উপর একটা ফুটনোট
« রোগের উপর একটা ফুটনোট
পরবর্তী:
রোম কখন তৈরি হয়েছিল »
রোম কখন তৈরি হয়েছিল »
Leave a Reply