আত্মীয়-স্বজনদের নিয়ে ডিনার শুরু হবার আগে বাবা বললেন, বেটা বিট্টু খাওয়া শুরু করার আগে প্রার্থনা করতে হয়, জানো না!
প্রার্থনা তো আমি জানি না বাবা!
বেটা প্রার্থনা হলো তোমার চারদিকে যারা আছেন তাদের ভালোর জন্যে ভগবানকে বলা।
বিট্টু তখন বলল, হে ঠাকুর! আমার যে বন্ধুরা আমার টিফিন খেয়ে ফেলে ওদের যেন নিজেদের টিফিন থাকে, বাবার মোবাইলে যে গরীব মেয়েগুলোর জামাকাপড় নেই ওদের যেন একটু কাপড় জোটে, একটা আঙ্কল আছে যার নিজের খাট নেই, বাবা না থাকলে একটু মার পাশে এসে শোয়, ওর যেন একটা খাট হয়, পাশের বাড়ির বুবাই দাদা আর আমার দিদি খালি মারপিট করে, একে অন্যের জামা-প্যান্ট খুলে ধ্বস্তাধ্বস্তি করে, ওদের মধ্যে যেন ভাব হয়ে যায়, আর কাকাই এর কোনো গ্লাস নেই, আমায় যে মিসটা পড়াতে আসে তার বুকে মুখ দিয়ে দুধ খায়, ওর যেন একটা গ্লাস হয়!
Leave a Reply