এক মন্ত্রী একবার এক স্কুল পরিদর্শনে গেলেন। এক ক্লাসরুমে গিয়ে তিনি জিজ্ঞেস করলেন, তোমাদের কোন প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো।
মন্টি বলল, স্যার আমার ৫টি প্রশ্ন আছে…
১. লোডশেডিং এর সমস্যা কবে শেষ হবে?
২. র্যাবের অবৈধ হত্যা বন্ধ করছেন না কেন?
৩. আপনার কত অবৈধ টাকা আছে?
এর পরপরই টিফিনের ঘণ্টা বাজলো,
তো টিফিনের পর আবার প্রশ্নোত্তর শুরু হল
এবার বান্টি বলল,”স্যার আমার ৫টি প্রশ্নের মাঝে ৩টি মন্টি আগেই করেছে। বাকি ২টি প্রশ্ন হল,
৪. টিফিনের ঘণ্টা কেন ২০ মিনিট আগে দেয়া হল?
৫. আমার বন্ধু মন্টি কোথায়?
Leave a Reply