কন্যাদায়
এক সেরেস্তাদারের সঙ্গে দেখা করতে দাদাঠাকুর শরৎচন্দ্ৰ পণ্ডিত একবার আদালতে গেছেন। তাঁকে আদালতে আসতে দেখেই উকিল, মুহুরি, মোক্তাররা এগিয়ে এসে বললেন, ঠাকুরমশাই, আপনার কেস আমি এক্ষুনি করে দিচ্ছি,আসুন। ভিড়ের চাপে দাদাঠাকুর এগোতেই পারেন না। তখন বুদ্ধিখাটিয়ে বলেন, আমি কন্যাদায়গ্ৰস্ত গরীব ব্ৰহ্মাণ। কিছু সাহায্যের জন্য এসেছি আপনাদের কাছে।
এ কথা শুনে ভিড় ফাঁকা। রাস্তা পরিস্কার। দাদাঠাকুর সোজা চলে গেলেন সেরেস্তাদারের কাছে।
Leave a Reply