পদস্থ
একবার দাদাঠাকুর শরৎচন্দ্ৰ পণ্ডিত বেতার কেন্দ্রের এক পাটিতে নিমন্ত্রিত হয়ে যান। তার পরণে ধুতি ও গায়ে চান্দর। চিরপরিচিত পোশাক। তাঁকে এইভাবে আসতে দেখে এক কর্মকতা তাঁর কাছে হস্তদন্ত হয়ে এসে বললেন, দাদাঠাকুর, আপনি আমাদের কাছে যেভাবে খুশি আসুন, তাতে অসুবিধে নেই। কিন্তু এরা সব পদস্থ ব্যক্তি। এঁদের সামনে এইভাবে এলে এঁরা কী ভাববেন বলুন তো?
দাদাঠাকুর শুনে বললেন, বটে! তা এরা আবার পদস্থ কোথায় হে? এরা তো সবাই দেখছি জুতোস্থ! পদস্থ বলতে তো শুধুই দেখছি আমি!
এ কথা শুনে সেই কর্মকতা চুপ করে গেলেন।
Leave a Reply