সংস্কৃত ব্যাকরণ
একদিন সকালে দাদাঠাকুর শরৎচন্দ্ৰ পণ্ডিত মনের সুখে তামাক খাচ্ছেন। নলিনীকান্ত সরকার তাকে দেখে বললেন, দাদা, তামাকই যখন খাচ্ছেন তখন একটু আরাম করেই না হয় খান। খুঁকো ছেড়ে দিন। এবার একটা গড়গড়া কিনুন।
তামাক খেতে খেতেই দাদাঠাকুর বললেন, না ভাই্ ও নল-দময়ন্তী লীলা খেলার মধ্যে আমি যাবো না।
অবাক নলিনী জিগ্যেস করলেন, দাদা এর মধ্যে আপনি নল দময়ন্তীর লীলা খেলা কোথায় দেখলেন শুনি?
দাদাঠাকুর এবার হেসে উত্তর দিলেন, মুখ্যু কোথাকার, কিছুই জানে না। সংস্কৃত ব্যাকরণে তো জ্ঞান নেই, নল-দময়ন্তী জানবে কী করে? বুঝে দেখ, গড়গড়ায় নল আছে। সংস্কৃত জানলে দময়ন্তীও দেখতে পেতে। গড়গড়ার নিলে টান দেওয়া মানেই হল দময়তি, দময়তঃ, দময়ন্তী। এটা হল দক্ষ ধাতু। বুঝলে?
নলিনী বললেন, তাই বুঝি!
Leave a Reply