প্রি পোজিসন
দাদাঠাকুর শরৎচন্দ্ৰ পণ্ডিত বড়োলোকদের উপর ছিলেন হাড়ে হাড়ে চটা। নিজে সাদামাটা জীবনযাপন করতেন। লোক দেখানো মেকি হাবভাব তিনি পছন্দ করতেন না। একদিন তার ছাপাখানায় আলোচনা হচ্ছে বড়লোকদের সম্বন্ধে। কথা প্রসঙ্গে মোটরকারবিহারী বড়লোকদের সম্বন্ধে দাদাঠাকুর মন্তব্য করলেন, ওরা কর্তাও নয়, কারকও নয়, ওদের ডেফিনেশন বা সংজ্ঞা হচ্ছে—বড়লোক ইজ অ্যান অবজেকটিভ কেস, গবর্নড বাই দি প্রিপোজিশন ড্রাইভার।
ছাপাখানায় ছিলেন নলিনীকান্ত সরকার। তিনি জিগ্যেস করলেন, দাদা তা তো বুঝলাম, কিন্তু একটা প্রশ্ন ড্রাইভার প্রিপোজিশন হল কী করে?
দাদাঠাকুর হেসে বললেন, বোকা কোথাকার, বুঝলেন? বড়লোকেরা গাড়ির কোথায় বসে? পিছনের সিটে তো! তাহলে ড্রাইভারের পজিশনই তো আগে হলো! ড্রাইভারই তো তাহলে প্রিপোজিশন। নয় কি?
এ কথা শুনে নলিনী সহ ছাপাখায়ায় উপস্থিত অন্যরা হেসে উঠলেন।
Leave a Reply