ড্র রেখেছিলুম
দাদাঠাকুর শরৎচন্দ্ৰ পণ্ডিত ছিলেন এক জীবন রসিক। তিনি তার প্রখর রসবোধকে চরম শোকের মুহুর্তেও বিসর্জন দেননি। তাঁর প্রিয় পুত্র যখন ৬৪ দিন রোগ ভোগের পর মারা গেল তখনও তিনি অন্যের কাছে কান্নায় ভেঙে পড়েন নি। মনের কষ্ট মনেই রেখে তিনি কথামত গিয়েছিলেন কল্লোল পত্রিকার দপ্তরে। সেখানে পুত্রের মৃত্যু প্রসঙ্গে নিজের স্বভাব সুলভ সরস ভঙ্গিতে মন্তব্য করেন, ৬৪ দিন অনেক কষ্টে ড্র রেখেছিলুম। কিন্তু আজ গোল দিয়ে গেল।
Leave a Reply