দানী দেখলেই
সাহিত্যিক দাদাঠাকুর শরৎচন্দ্ৰ পণ্ডিত একদিন হাতিবাগান মোড়ে দাঁড়িয়ে তাঁর সম্পাদিত ও প্রকাশিত পত্রিকা বিদূষক বিক্রি করছেন। এমন সময় তাঁর সঙ্গে দেখা এক পরিচিত ভদ্রলোকের সঙ্গে। তিনি একজন নাট্যপ্রেমী। ভদ্রলোক দাদাঠাকুরকে নিয়ে গেলেন আর্ট থিয়েটারের ম্যানেজার অপরেশ মুখোপাধ্যায়ের ঘরে। সেই ঘরে অপরেশীবাবু সঙ্গে তখন আড্ডা দিচ্ছেন জীবনবাবু, দীনুবাবু, প্ৰবোধ গুহ ও তিনকড়ি চক্রবর্তী। দীনুবাবু দাদাঠাকুরকে আসতে দেখে হাত তুলে নমস্কার করে বললেন, আজকাল চোখে ভাল দেখছি না। আপনি আমার প্রণাম গ্ৰহণ করুন।
প্রতি নমস্কার জানিয়ে দাদাঠাকুর হাসতে হাসতে দীনুবাবুর পাশে গিয়ে বসলেও ও গল্প জুড়ে দিলেন। তাই দেখে তিনকড়ি চক্রবর্তী হাসতে হাসতে বললেন, ও পণ্ডিতমশাই, আমাদের দিকেও এখটু কৃপাদৃষ্টি নিক্ষেপ করুন।
দাদাঠাকুর হাসতে হাসতে বললেন, গরীব ব্ৰহ্মাণে দানী দেখলেই তার কাছে যাই। আপনার তিনটে কড়ি একমাত্র বামুনের হ্রকোয় লাগানো ছাড়া আর কোনো কাজে লাগত না।
দাদাঠাকুরের কথা শুনে আড্ডার আসরের সকলেই হোঃ হোঃ হেসে উঠলেন।
Leave a Reply