পয়সার গরম
দাদাঠাকুর শরৎচন্দ্ৰ পণ্ডিত শীতকালে একটি সাহিত্যসভায় আমন্ত্রিত হয়ে এসেছেন। সভার অন্য অতিথিরা অনেকেই দামী শাল ও জমকালো পোশাক গায়ে দিয়ে এসেছেন। শীতের রাতে কনকনে ঠাণ্ডা! দাদাঠাকুরের তাতে কোনো হেলদোল নেই। তিনি এসেছেন খালি গায়ে একটা চাদর জড়িয়ে। যেমন ভাবে সব জায়গায় যান, সেই ভাবেই। দাদাঠাকুরের এই পোশাক দেখে একজন পরিচিত ব্যক্তি বললেন, আপনি এই শীতের রাত্রে অন্তত একটা গরম কাপড় জড়িয়ে আসতে পারতেন। শীত করছে না। আপনার? আমরা তো এত পোশাক পরেও ঠাণ্ডায় কাঁপছি।
এবার দাদাঠাকুরের উত্তর দেবার পালা। তিনি হাসতে হাসতে বললেন, শীত করবে। কেন? পয়সায় গরম হয়ে আছি।
এই বলে তিনি ধুতির ট্যাঁক থেকে অনেক পয়সা বের করে দেখালেন। ব্যক্তিটি আর কিছু বলতে পারলেন না। পাল্টাপালটি উত্তর দিতে দাদাঠাকুর ছিলেন ভীষণ পটু। দাদাঠাকুর যেন আধুনিক যুগের বিদূষক গোপাল ভাঁড়!
Leave a Reply