রাস-ঝুলন
একদিন সকালে দাদাঠাকুর নলিনীকান্ত সরকারের বাড়িতে ঢুকতে ঢুকতে বললেন, বুঝলে হে নলিনী, তোমাদের এই কলকাতা এক অদ্ভুত শহর।
নলিনী বললেন, কেন, আমন কথা বলছেন কেন? এই শহরের আবার কী হল?
দাদাঠাকুর বললেন, কী আবার হবে? পাঁজিতে লেখা আছে। বছরে একদিন বুলন, একদিন রাস। কিন্তু তোমাদের এই কলকাতা শহরে দেখছি নিত্য ঝুলন, নিত্য রাস!
নলিনী শুনে বললেন, সে কী! কোথায় দেখলেন নিত্য ঝুলন, নিত্য রাস?
দাদাঠাকুর তখন বললেন, কোন হে, তোমাদের বাসে-ট্রামেই তো নিত্য ঝুলন, নিত্য রাস!
একথা শুনে নলিনী হেসে উঠলেন।
Leave a Reply