পুরোহিত ক্লাস
শরৎচন্দ্ৰ মুঙ্গেরে গেছেন তার নিজের ভাই-এর বিয়ে উপলক্ষে। কিন্তু ভুলে গেছেন পুরোহিত নিয়ে যেতে। কী করা যায়! পুরোহিত ছাড়া বিয়ে তো হবে না! শরৎচন্দ্রের এক বিশিষ্ট সাহিত্যিক বন্ধু তার গৃহপুরোহিতকে ভার দিলেন বিবাহ অনুষ্ঠানের। পুরোহিত আসায় সুশৃঙ্খলভাবে বিবাহের কাজ মিটে গেল। নিশ্চিন্ত মনে শরৎচন্দ্ৰ পুরোহিতের কাছে জানতে চাইলেন, পুরোহিতমশাই, আপনার দক্ষিণা কত?
শরৎচন্দ্ৰ তার যজমানের পরিচিত বলে পুরোহিত দক্ষিণার কথা উল্লেখ করতে না পেরে শুধু বললেন, আপনার যা ইচ্ছে তাই দিন।
শরৎচন্দ্র তখন পুরোহিতকে জিগ্যেস করলেন, সে তো বুঝলাম, তা আপনি কোন ক্লাসের?
এমন কথা শুনে স্বভাবতই অবাক পুরোহিত। এর আগে কেউ তাকে এমন প্রশ্ন করেন নি। পুরোহিত শরৎচন্দ্ৰকে জিগ্যেস করলেন, কোন ক্লাসের কথার অর্থ কী? শরৎচন্দ্ৰ এবার হাসতে হাসতে বললেন, দেখুন, পুরোহিতদের অনেক ক্লাস, যেমন
একথা শুনে পুরোহিত হেসে ফেললেন এবং বললেন, না না, আমি ওসব নয়, আমি শুধুই পুরোহিত ক্লাস।
পুরোহিতের কথা শুনে শরৎচন্দ্ৰ হাসলেন এবং পুরোহিতকে আশাতীত দক্ষিণা দিলেন। দক্ষিণা হাতে পেয়ে পুরোহিত নব দম্পতিকে আশীৰ্বাদ করে চলে গেলেন।
Leave a Reply