ট্রামে অচল টাকা
শরৎচন্দ্র একবার উপেন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ট্রামে করে চলেছেন।
কন্ডাক্টর এলে উপেন পকেট থেকে এক টাকা বের করে দেন। কন্ডাক্টর টাকা নিয়ে না দেখে ব্যাগে পুরে টিকিট কাটতে যাবেন, এমন সময় শরৎচন্দ্ৰ উপেনের কানে ফিস ফিস করে বললেন, সেই টাকাটা না?
কন্ডাক্টরকে শুনিয়েই একথা বললেন শরৎচন্দ্র। কন্ডাক্টর ভাবলেন, এরা বুঝি অচল টাকা চালিয়েছে। সেই টাকা ব্যাগে অন্য টাকার সঙ্গে মিশে গেছে। অনেক নাড়াচাড়া করেও খুঁজে পাওয়া গেল না। কন্ডাক্টর তখন বললেন, অচল টাকা চালালে তো? আমারই লোকসান যাবে!
উপেন ও শরৎচন্দ্র তখন হোসে ফেললেন। নামার সময় শরৎচন্দ্ৰ কন্ডাক্টরকে বললেন, অচল পয়সা দিইনি, একটু মজা করলাম। কিছু মনে করবেন না।
এবার মুখে হাসি ফুটলো কন্ডাক্টরের।
Leave a Reply