হিন্দু-মুসলমান বিবাদ
তখন হিন্দু-মুসলমান মিলন নিয়ে খুব মাথা ঘামাচ্ছে কংগ্রেস। শরৎচন্দ্ৰ সেই সময় দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে বললেন, আপনারা এত চেষ্টা করছেন, তবু হিন্দুমুসলমানের মিলনের পথ খুঁজে পাচ্ছেন না! আমি একটা উপায় বাতলে দিচ্ছি, দেখুন চেষ্টা করে!
দেশবন্ধু বললেন, কী উপায়?
শরৎচন্দ্ৰ বললেন, যে সব এলাকায় মুসলমান বেশি সেখানে একটা ইংরেজি স্কুল খুলে দিন। ইংরেজির ছাব্বিশটা অক্ষর এবং বানান সমস্যা এসে মুসলমানদের এমন কাবু করবে যে, আর হাতে লাঠি তুলবে না, আপনি লাঠি খসে পড়বে এবং বার্লি খাওয়া নাড়িতে আর গরু হজম হবে না। তখন আপনি গো-বধ বন্ধ হবে। গো-বধ বন্ধ হলেই হিন্দু-মুসলমান বিবাদ মিটে যাবে।
শরৎচন্দ্রের কথা শুনে দেশবন্ধু না হেসে পারলেন না। তবে মজা করলেও শরৎচন্দ্ৰ প্রকৃত অর্থে হিন্দু-মুসলমানের বিবাদ নিয়ে যথেষ্টই চিন্তিত ছিলেন।
Leave a Reply