জ্যোতিষী বলেছেন
একবার শরৎচন্দ্ৰ গেছেন রেঙ্গুনে গভর্নমেন্ট হাউসে। সঙ্গে ছিলেন লটপ্রাসাদের কস্ট্রোলার। কস্ট্রোলারকে শরৎচন্দ্ৰ বিশেষ স্নেহ করতেন। শরৎচন্দ্র বলরুমে প্ৰবেশ করে বিলিতি ঢঙে একটু নেচে নিলেন। তারপর উপরে শয়নকক্ষে প্রবেশ করে পরিস্কার পরিচ্ছন্ন শয়ন শয্যায় কিছুক্ষণ গড়াগড়ি দিয়ে বললেন, ওহে লাটপ্রাসাদের কন্ট্রেলার, তুমিই এখন এখানকার লাট হে। কিছুদিন আগে এক জ্যোতিষী গণনা করে আমাকে বলেন, ভবিষ্যতে আমার ধন, মান, যশ, খ্যাতির পাশাপাশি রাজদ্বারে খুব সম্মান হবে। আজ তো দেখছি তোমার জন্য লাটের বিছানায় শোয়াও হয়ে গেল।
কন্ট্রোলার তখন জিগ্যেস করেন শরৎচন্দ্ৰকে, জ্যোতিষী আর কী কী বলেছে আপনাকে?
শরৎচন্দ্ৰ বলেন, জ্যোতিষী আরও বলেছে-আমার দুটি বিয়ে হবে। কিন্তু দুঃখের কথা আজ পর্যন্ত একটি প্রজাপতিও আমার গায়ে উড়ে এসে বসল না।
এ কথা শুনে কস্ট্রোলার হেসে উঠলেন।
Leave a Reply