মজার আয়না
শরৎচন্দ্র একবার সবান্ধব নিমন্ত্রিত হয়ে গেছেন চন্দননগরের হরিহর শেঠের বাড়িতে। হরিহর ছিলেন ধনী, সদাশয়, মহানুভব ব্যক্তি। তাঁর বাড়ি ঠিক যেন রাজপ্রাসাদ। । ঘরে দামী আসবাবপত্র, ঘর সাজানোর জিনিস। অতিথিরা ঘুরে দেখছেন। একটি হল ঘরে বিপরীতমুখী দুটি দেওয়ালে দুটি বিশাল আয়না লাগানো। তার মাঝখানে দাঁড়িয়ে শরৎচন্দ্র মজা করে বললেন, বাবা! কত বড় আয়না! আমার সামনে দিক ও পিছনের দিক এক সঙ্গে দেখা যাচ্ছে! বেশ মজা তো! ভাগ্যিস এসেছিলুম এখানে। তাই এরকম মজার আয়না দেখতে পেলুম।
শরৎচন্দ্রের কথা শুনে উপস্থিত ব্যক্তিবর্গ না হেসে পারলেন না।
Leave a Reply