ঘড়ি
শরৎচন্দ্র একবার হোয়াইট এ ওয়ে লোডেল কোম্পানীর সেলে তিন টাকা পনের আনায় একটি হাত ঘড়ি কিনেছিলেন। কেনার পর ঘড়িটা পুবার মেরামত করতে হয়। তৃতীয়বার ঘড়িটি খারাপ হলে তিনি একগ্লাস কেরোসিন তেলে ঘড়িটি ডুবিয়ে রাখেন। আশ্চর্য! ঘড়িটি এর ফলে ঠিক হয়ে যায়। এর পর থেকে যখনই কারো ঘড়ি খারাপ হওয়ার কথা শুনতেন তখনই তাঁদের ঘড়িটি কেরোসিন তেলে ডুবিয়ে রাখার পরামর্শ দিতেন। তবে কেউ তাঁর পরামর্শ অনুযায়ী কেরোসিনে ঘড়ি ডুবিয়ে উপকৃত হয়েছেন কিনা তা তিনি জানতে পারেন নি।
Leave a Reply