মামা না জ্যাঠা
শরৎচন্দ্র একদিন বন্ধু-আত্মীয়দের সঙ্গে সদর ঘরে গল্পগুজব করছেন। কথার মাঝে সুখটান দিচ্ছেন্ন গড়গড়ায়। হঠাৎ তিনি রাধারানী দেবীকে হাসতে হাসতে বললেন, হ্যাঁরে শোন, নরেন তো আমাকে শরৎদা বলে, তুই বলিস বড়দা। তোদের সস্তানরা আমাকে কী বলে ডাকবে ভেবে দেখেছিস? মামা না জ্যাঠা?
রাধারানী দেবী মুচকি হেসে বললেন, আমার সম্পর্কে মামা বলবে বইকি।
তখন রাধারানীর স্বামী নরেন্দ্ৰ বললেন, শরৎদা, গুরুদেব ছাড়া আর সব সাহিত্যিককেই আমি মামা বলতে শেখাবো।
শরৎচন্দ্ৰ একথা শুনে বললেন, আমাকেও মামা বলতে চাও?
নরেন্দ্ৰ বললেন, মামা না জ্যাঠা—এ প্রস্তাব তো আপনি নিজেই তুললেন।
শরৎচন্দ্র তখন হাসতে হাসতে বললেন, ওটা তোমার বন্ধু জাতের জন্য রেখে দাও
একথা শুনে রাধারানী ও নরেন্দ্ৰ হেসে উঠলেন।
Leave a Reply