পুরাতন লাঠি
কবিশেখর কালিদাস রায়ের আমন্ত্রণে শরৎচন্দ্ৰ মাঝেমাঝেই রবিবার সন্ধ্যায়। রাসচক্র-এর সাহিত্যসভায় যোগ দিতেন। তার হাতে থাকতো একটা অত্যস্ত পুরাতন শ্ৰীহীন লাঠি। অনেকেই রসিকতা করে তাঁকে বলতেন, শরৎবাবু, এবার এই লাঠিটা ফেলে দিয়ে একটা ভদ্রগোছের লাঠি ব্যবহার করুন দিকি?
উত্তরে হাসতে হাসতে শরৎচন্দ্ৰ বলতেন, আমিও তো বুড়ো হয়েছি, শ্ৰীহীন হয়েছি, পুরাতন হয়েছি, আমাকেও বুঝি তোমরা এবার ফেলে দেবে? জানো, এই লাঠি আমার বন্ধু। এতে আমি যে কত সাপ মেরেছি। তার ইয়ত্তা নেই। এই লাঠিকে আমি কী করে ফেলবো? এ আমার পরম সুহৃদ।
শরৎচন্দ্রের এই কথা শুনে রাসচক্রের প্রত্যেকেই মজা পেতেন।
Leave a Reply