মঠের বেয়াড়া নিয়ম
শরৎচন্দ্র একবার রেঙ্গুনে রামকৃষ্ণ মিশনের স্বামীজী স্বামী রামকৃষ্ণানন্দ ওরফে শশী মহারাজের সঙ্গে দেখা করতে যান। কথাবার্তার মধ্যে শরৎচন্দ্ৰ স্বামীজীর কাছে জানতে চান, মহারাজ, আপনাদের এখানে সন্ন্যাসী হবার কী নিয়ম?
স্বামীজী উত্তরে বলেন, মঠের সন্ন্যাসী হতে গেলে প্রথম তিন বছর শিক্ষানবীশ থাকতে হয়, তারপর তিন বছর ব্ৰহ্মচর্য। এই ছয় বছর পরে মঠাধ্যক্ষ বিবেচনা করে দেখবেন, আপনি সন্ন্যাসগ্রহণের উপযুক্ত কি না।
শরৎচন্দ্ৰ শুনে বলেন, বড়ই বেয়াড়া নিয়ম। ছবছর এ্যাপ্রেনিটিস? ছবছর মেডিকেল কলেজে পড়লে ডাক্তার হওয়া যায়। আপনাদের নিয়ম বড়ই বেয়াড়া।
শরৎচন্দ্রের কথা শুনে স্বামীজী হাসতে হাসতে বলেন, ডাক্তার হলে অন্যের রোগের চিকিৎসা হয়। সন্ন্যাসী হলে ভবরোগ থেকে নিস্কৃতি পাওয়া যায়।
এ কথা শুনে শরৎচন্দ্ৰ হেসে উঠলেন।
Leave a Reply