ভবঘুরে ও রাজলক্ষ্মী
শরৎচন্দ্র ছিলেন একজন আপাদমস্তক ভবঘুরে। নিয়ম মেনে চলা তার পছন্দ হত না। তিনি রেঙ্গুন থেকে শিবপুরে আসার আগে কয়েকবার একটি সুন্দরী রমনীকে নিয়ে তাঁর এক আত্মীয়ের বাড়ি যান। তার সঙ্গে থাকতো একটি বাঁশের আড় বাঁশি ও একটি হারমোনিয়াম। এই নিয়ে শরৎচন্দ্র খুব মজা করতেন। বন্ধু-আত্মীয়রা তাঁর রঙ্গ রসিকতা মন দিয়ে শুনতেন।
প্রসঙ্গত উল্লেখ্য, এই সুন্দরী রমনীই পরে রাজলক্ষ্মী বা পিয়ারী বাই হন। শ্ৰীকান্ত উপন্যাসে শরৎচন্দ্র এর কথাই লেখেন। যে চরিত্রটি খুবই জনপ্রিয় হয়।
Leave a Reply