সাম্যতাবেড়ে গ্রামে
হাওড়া জেলার দেউলটি রেলস্টেশন সংলগ্ন পাণিত্রাস সাম্যতাবেড়ে গ্রামে রূপনারায়ণ নদীর ধারে শরৎচন্দ্ৰ বাস করতেন। তার বেশ কয়েকটি বিখ্যাত উপন্যাস তিনি এখানে থাকাকালীন রচনা করেন। এই গ্রামে একবার ম্যালেরিয়া অসুখ দ্রুত ছড়িয়ে পড়ছিল। সেই সময় শরৎচন্দ্রের এক ভক্ত এসেছেন তাঁর সঙ্গে দেখা করতে।
ভক্তটি শরৎচন্দ্রের কাছে জানতে চাইলেন, আপনাদের গ্রামের অবস্থা কী রকম? ভক্তটির প্রশ্নের উত্তরে শরৎচন্দ্ৰ তাঁর পাশে বসা ষাট বছরের এক বৃদ্ধকে দেখিয়ে বললেন, গ্রামের অবস্থা সম্পর্কে অত-শত জানি না। তবে এটুকু বলতে পারি–আমার পাশে এই যিনি বসে আছেন তিনি এখন গুরুজনদের ভয়ে দাওয়ায় বসে নিশ্চিন্ত মনে তামাকু সেবন করতে পারেন না। প্রতিনিয়ত ওঁর গুরুজনেরা এ পথে যাতায়াত করেন।
শরৎচন্দ্রের মুখে এ কথা শুনে ভক্তটি বুঝলেন গ্রামের অবস্থা ভাল নয়।
Leave a Reply