গাধা জন্ম
কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বেড়াতে খুব ভালবাসতেন। একবার তিনি সবান্ধব বেড়াতে গেছেন কাশীতে। পুরো দলকে মাতিয়ে রেখেছেন তিনি। কাশী থেকে তাঁরা একদিন বেড়াতে গেলেন কাশীর বিপরীতে রামনগরে। তারা নৌকায় চেপে রামনগরে গেলেন। নদীপথে ভ্ৰমণ খুব পছন্দ শরৎচন্দ্রের। রামনগর ঘাটে তারা নদী থেকে নেমে দেখলেন ঘাটের পাশে শ্মশান। শ্মশানে একটি মড়া আনা হয়েছে। মড়ার পাশে চরে বেড়াচ্ছে একটি গাধা। এ দৃশ্য দেখে বন্ধুদের শরৎচন্দ্র বললেন, বন্ধুগণ, আমার মনে হচ্ছে কাশীর থেকে রামনগরের মাহাত্ম্য বেশি। কারণ এখানে প্ৰাণ ত্যাগ করলে দ্রুত ফলপ্ৰাপ্তি হয়।
শরৎচন্দ্রের হেঁয়ালি বুঝলেন না বন্ধুরা। বন্ধুরা যে তাঁর কথা বুঝতে পারেন নি এ কথা বুঝতে পারলেন শরৎচন্দ্র। তখন তিনি তাঁদের বুঝিয়ে বললেন, দেখছে না। কাশীতে মরলে যেখানে শিবলোক প্ৰাপ্তি হয়, রামনগরে মরলে গাধা জন্ম হয়। দেখো, দেখো, লোকটি মরার সঙ্গে সঙ্গেই গাধা জন্ম লাভ করেছে।
শরৎচন্দ্রের কথা শুনে নির্জন শ্মশানেও বন্ধুরা না হেসে পারলেন না।
Leave a Reply