জীবনের ভালো-মন্দ
কবিগুরু রবীন্দ্ৰনাথ ঠাকুর অত্যন্ত স্নেহ করতেন শরৎচন্দ্ৰকে। শরৎচন্দ্ৰ নিয়মিত যেতেন গুরুদেবের কাছে। বিভিন্ন আলাপ আলোচনা করতেন। একদিন রবীন্দ্রনাথ শরৎচন্দ্ৰকে হাসতে হাসতে বললেন, শরৎ, তোমার জীবন সম্পর্কে লোকের বড় কৌতুহল। আমার জীবনস্মৃতির মত তুমিও তোমার জীবনের কথা লেখো। সেই লেখা পড়ে বাংলার পাঠকসমাজ তোমার জীবন সম্বন্ধে জানতে পারবে। লেখো।
উত্তরে শরৎচন্দ্র বললেন, গুরুদেব সেটা বোধহয় সম্ভব নয়। কারণ আমার জীবন তো আপনার মত ভালো নয়। আগে থেকে বুঝতে পারিনি এত বড় হবো, তবে না হয় একটু বুঝে সমঝে ভালো হয়ে চলতাম। তা তো হয়নি। তাই এই জীবনে আমার আর জীবনী লেখা ঠিক হবে না।
শরৎচন্দ্রের উত্তর শুনে রবীন্দ্ৰনাথ গোঁফের ফাকে মুচকি হাসলেন।
Leave a Reply