কুলীন বন্ধুর বিবাহ
একবার এক কুলীন বন্ধুর বিবাহে বরযাত্রী হয়ে যান কবি রজনীকান্ত সেন। বন্ধুর এটি ছিল দ্বিতীয় বিবাহ। বিবাহের পরের দিন সকালে বর নধবধূকে নিয়ে বাড়ি ফিরছিলেন। তখন রজনীকান্তও সঙ্গে ছিলেন। মাঝপথে নববধূ প্রবল জুরে আক্রাস্ত হলেন। জ্বর প্রায় ১০৩ ডিগ্রি পর্যন্ত উঠল। বরের মুখে নববধূর ১০৩ ডিগ্রি জুরের কথা শুনে রজনীকান্ত রসিকতা করে ছড়া কেটে বললেন, নববধূর বাড়িতেও এক সতীন, আবার পথেও ১০৩! এ কথা শুনি রজনীকান্তর বর বন্ধু এই পরিস্থিতিতেও না হেসে পারলেন না!
Leave a Reply