পঞ্চম পুত্রের নাম
রজনীকান্ত সেন তার উকিল বন্ধুদের নামকরণ নিয়ে একটি মজার গল্প শুনিয়েছিলেন। সেটা হল—এক পণ্ডিতমহাশয়ের কাছে এলেন একজন ভদ্রলোক। তিনি পুত্রের নামকরণ নিয়ে খুব চিন্তায় পড়েছেন। তাই পণ্ডিতমহাশয়ের কাছে জানতে চাইলেন, আমার প্রথম পুত্রের নাম জগৎপতি, দ্বিতীয় পুত্রের নাম লক্ষ্মীপতি, তৃতীয় পুত্রের নাম শচীপতি, চতুর্থ পুত্রের নাম ধরাপতি। সম্প্রতি আমার আর একটি পুত্ৰ সন্তান হয়েছে। আপনি বলুন, আমার এই পঞ্চম পুত্রের কী নাম রাখা যায়? পণ্ডিতমহাশয় গম্ভীর হয়ে শুনে বললেন, চিন্তা কিসের? এই ছেলের নাম রাখুন ভগ্নিপতি! রজনীকান্তর মুখে এরকম মজার গল্প শুনে উকিল বন্ধুরা হোঃ হোঃ করে হেসে ওঠেন।
Leave a Reply