অমৃত নিয়ে যান
কবি রজনীকান্ত সেন এক সকালে বসে কবিতা লিখছিলেন। সেই সময় তার বাড়িতে এলেন আর এক কবি রসময় লাহা। রসময় তার সদ্য প্রকাশিত কাব্যগ্রন্থ ছাইভস্ম রজনীকান্তকে উপহার দিয়ে বললেন, এই নিন, আমার ছাইভষ্ম।
রজনীকান্তর অমৃত নামে একটি কাব্যগ্রন্থ সবে মাত্র বেরিয়েছে। ছাইভম্ম বইটি নিয়ে রজনীকান্ত তাঁর অমৃত বইটি রসময় লাহাকে উপহার দিয়ে রসিকতা করে বললেন, ছাইভন্ম দিয়ে অমৃত নিয়ে যান।
Leave a Reply