রোগা গরু মোটা গরু
কবি রজনীকান্ত সেন ছিলেন বিখ্যাত উকিল। কিন্তু তিনি উকিলদের আড্ডায় বসে উকিলদের নিয়েই ঠাট্টা তামাসা করতেন। অন্য উকিলরা তা উপভোগ করতেন। একদিন রজনীকান্ত এক মজার গল্প শোনান—
একজন রাখাল একদিন দুটো গরু নিয়ে মাঠে চলেছে। দুটো গরুর মধ্যে একটা রোগ, আরেকটা মোটা। সেই পথ দিয়ে যাচ্ছিলেন এক উকিল। রাখালকে উকিলটি জিগ্যেস করলেন, হ্যাঁরে, তোর এই গরুটা এত রোগা আর অন্য গরুটা এত মোটা কেন?
প্রশ্ন শুনে মাথা চুলকে রাখালটি বলল, বাবু, মোটা গরুটা হল উকিল আর রোগা গরুটা হল তার মক্কেল। বুঝলেন?
রজনীকান্তর মুখে এই ধরনের গল্প শুনতে তার অন্য উকিল বন্ধুরা খুব মজা পেতেন।
Leave a Reply