চাষীর স্ত্রীর বয়স
বিখ্যাত স্বদেশীগান মায়ের দেওয়া মোটা কাপড়, মাথায় তুলে নেরে ভাই-এর রচয়িতা কবি রজনীকান্ত সেন কান্তকবি নামেই বিশেষ পরিচিত ছিলেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ বাণী কল্যাণী। কবি রজনীকান্ত সেন পেশায় ছিলেন উকিল। উকিলদের আড্ডার আসরে তিনি চমৎকার সব গল্প বলতেন। তার মজার গল্প শুনতে উকিল বন্ধুদের উৎসাহ ছিল দেখার মত। এক আড্ডার আসরে রজনীকান্ত শোনান—
একজন চাষী মক্কেল এসেছে এক উকিলের কাছে। উকিল চাষীকে জিগ্যেস করল, বিয়ের সময় কত বয়স ছিল তোমার?
চাষীটি সবিনয় জানা, আজ্ঞে সতের বছর। উকিলটি আবার জিজ্ঞেস করল, তখন তোমার স্ত্রীর বয়স কত ছিল?
চাষীটি বলল, বারো বছর।
উকিল আবার জানতে চাইল, এখন তোমার বয়স কত?
চাষী মাথা চুলকে বলল, তা বাবু, ত্রিশ-বত্ৰিশ বছর তো হবেই।
উকিল বললেন, তোমার স্ত্রীর বয়স তাহলে এখন কত হবে?
চাষী একটুও চিন্তা না করে বললেন, হ্যাঁ, তা প্রায় সাতচল্লিশ-আটচল্লিশ তো হবেই।
উকিল অবাক হয়ে গিয়ে বলল, সে কী কথা! তোমার স্ত্রী হঠাৎ তোমার থেকে বড় হয়ে গেল কী করে?
চাষী এবার আমতা আমতা করে বলল, আজ্ঞে বাবু, ঐ কথাটাই আমি আজ পর্যন্ত কাউকে বোঝাতে পারলাম না যে, স্ত্রীলোকের বাড় বড় বেশি।
রজনীকান্তর মুখে এ রকম মজার মজার গল্প শুনে তাঁর অন্য উকিল বন্ধুরা খুব মজা পেতেন। কবি সব সময় রঙ্গ রসিকতায় মেতে থাকতে ভালবাসতেন।
Leave a Reply