তোষ প্রসাদ
একদিন সকালে স্যার আশুতোষ মুখোপাধ্যায় ঘরে বসে একথালা সন্দেশ খাচ্ছিলেন তৃপ্তি সহকারে। সেই সময় তাঁর এক ভক্ত প্রবেশ করলেন। আশুতোষ তাকে দেখে বললেন, ওহে সন্দেশ খাও।
ভক্তটি একটি সন্দেশ মুখে পুরে খেতে খেতে কথায় কথায় বললেন, স্যার, শুনলাম আপনার সঙ্গে নাকি হরপ্রসাদ শাস্ত্রীর মনোমালিন্য হয়েছে? এটা কি ঠিক কথা?
আশুতোষ সন্দেশ খেতে খেতেই বললেন, এ সব কথা কে বলল? আমি আমার ছেলেদের নামের মধ্যে ওঁর প্ৰসাদ জুড়েছি, উনি তাঁর পুত্রদের নামের মধ্যে আমার তোষ ঢুকিয়েছেন। এতেই মনে হয় দুজনের মনোমালিন্য হয়েছে?
এই উত্তর শুনে ভক্তটি হেসে ফেললেন ও আর একটি সন্দেশ খেতে শুরু করলেন।
প্রসঙ্গত উল্লেখ্য আশুতোষের একটি পুত্রের নাম শ্যামাপ্রসাদ। যিনি জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা।
Leave a Reply