চীনে কথা
সন্ন্যাস নিয়ে স্বামী বিবেকানন্দ হননি, তখন তিনি ছিলেন নরেন্দ্ৰনাথ দত্ত। তখন তিনি চীনেম্যানদের কথা খুব সুন্দর নকল করতে পারতেন। ঘনিষ্ঠ ব্যক্তিদের সামনে তিনি খুবই মজা করতেন। চীনের র-এর স্থানে ল উচ্চারণ করেন। যেমন ব্র্যান্ডি–এর বদলে ব্ল্যাণ্ডি ইত্যাদি।
তিনি এমন মুখভঙ্গী করে নানারকম কৌতুক করে চীনে-কথা নকল করতেন, যা শুনে আড্ডার আসরের প্রত্যেকে না হেসে থাকতে পারতেন না!
তবে এ ছিল নিছক মজা, চীনেম্যানদের ব্যঙ্গ-বিদ্রুপ করা তার উদ্দেশ্য ছিল না।
Leave a Reply