রুমাল
স্বামী বিবেকানন্দ একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। পথে তিনি দেখেন, এক ব্যক্তি নাকের জল ঝাড়ছেন!
স্বামীজী এগিয়ে এসে ব্যক্তিটিকে বললেন, আরো মশাই করেন কী! নাকের জলনোংরা অমন করে ফেলতে নেই, পকেটে দুটো রুমাল রাখবেন। নাক না ঝেড়ে বরং রুমাল দিয়ে নাক মুছে পকেটে রাখবেন। খুতুকফও যেখানে সেখানে ফেলতে নেই! অন্যের রোগ হতে পারে!
পরামর্শ দিয়ে বিবেকানন্দ হাসতে হাসতে চলে গেলেন। কিন্তু জ্ঞান লাভ করে ব্যক্তিটি পড়লেন চিন্তায়-তবে কি নাকের জল নোংরা মাখানো রুমাল পকেটে রাখতে হবে! কিন্তু স্বয়ং বিবেকানন্দের কথা অগ্রাহ্য করেন কী করে। তাই তিনি নাকের জল রুমাল দিয়ে মুছে পকেটে রেখে হাঁটতে শুরু করলেন। দূর থেকে এ দৃশ্য দেখে মুচকি হাসলেন বিবেকানন্দও।
Leave a Reply