সিঁথে কেটে গান
স্বামী বিবেকানন্দ সচরাচর সিঁথে মাথার সামনের দিকের মাঝখানে কাটতেন। মহেন্দ্ৰনাথ দত্ত সিঁথে কাটতেন মাথার বাঁ দিকে। একদিন স্বামীজীর ইচ্ছে হল মহেন্দ্রর মত সিঁথে কাটতে। তো তিনি মাথার বঁদিকে সিঁথে কাটলেন। যখন দুজনে মুখোমুখি খাবার টেবিলে বসলেন, তখন মহেন্দ্ৰ দেখলেন স্বামীজী অন্য রকমভাবে অর্থাৎ মাথার বা দিকে সিঁথে কেটেছেন। হেসে উঠলেন মহেন্দ্ৰ! সঙ্গে স্বামীজীও তাদের খাবার ঘরের রাস্তার দিকের জানলার পুরোটাই একটা বড় কাঁচ দিয়ে ঢাকা। অতএব তঁরা দু’জনেই খেতে খেতে রাস্তার লোকজনদের দেখতে পাচ্ছিলেন। রাস্তার মানুষজনদের দিকে দেখতে দেখতে স্বামীজী একটি মজার গান গেয়ে উঠলেন:
‘ছাতি হাতে টুপি মাথায় আসছে যতো ছুঁড়ি।
মুখে মেখেছে তারা ময়দা ঝুড়ি ঝুড়ি।‘
এই কৌতূকপূৰ্ণ গান শুনে মহেন্দ্ৰ হেসে উঠলেন!
Leave a Reply