রসিকে রসিকে
‘বঙ্গবাসী’ পত্রিকার সম্পাদক পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে একদিন দ্বিজেন্দ্রলাল হ্যাঁট কোট পরে হাজির। সেখানে ছিলেন ইন্দ্ৰনাথ বন্দ্যোপাধ্যায়। দ্বিজেন্দ্ৰলাল পাঁচকড়িকে হাসতে হাসতে বললেন, তোমার এখানে বাপু আসতে বড় ভয় করে। তুমি বঙ্গবাসী এডিটর, গোঁড়াদের সর্দার বলে কথা!’
ইন্দ্ৰনাথ হেসে বললেন, না মশাই, পাতিদের সর্দার। কমলালেবু জন্মায় সিলেটে। সেই কমলা বাংলার মাটিতে ফললে গোড়া হয়। পাঁচকড়ি এই দেশেরই, তাই পাতি বা বড় জোর শ্রদ্ধা করে কাগজী বলা যেতে পারে।’
রসিকতা শুনে দ্বিজেন্দ্রলাল বললেন, ‘ঠিক চিনেছি, আপনি ইন্দ্ৰনাথ বন্দ্যো, কেমন, কারণ এমন উপমাযুক্ত রসিকতা আর কে করতে পারে?’
ইন্দ্রনাথ বললেন, আমিও তোমায় ঠিক চিনেছি, তুমি দ্বিজেন্দ্রলাল-বিলেত ফের্তা ক’ভাই। তাই তো?’
দুই রসিকের পরিচয় হয়ে গেল পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়ের সামনে।
Leave a Reply