গ্ৰীষ্মে লেপ
দাদামশায় প্রসাদদাস গোস্বামীর সঙ্গে মাঝে মাঝেই রঙ্গ রসিকতায় মেতে উঠতেন কবি দ্বিজেন্দ্ৰলাল রায়।
দ্বিজেন্দ্রলাল প্ৰবীন দাদামশায়কে অত্যন্ত শ্ৰদ্ধা করতেন। দাদামশায়ও স্নেহ করতেন দ্বিজেন্দ্রলালকে। তাদের সম্পর্কটা ছিল হাসি-ঠাট্টার। দাদামশায় প্রসাদদাস প্রায়ই আসতেন। দ্বিজেন্দ্রলালের কলকাতার বাড়িতে। এমনই একদিন তিনি এসেছেন। কবিগৃহে। তখন গ্ৰীষ্মকাল। দাদামশায় গরমে ঘোমে নেয়ে একাকার! অন্যান্য সাহিত্যিক বন্ধুদের সঙ্গে বসেছিলেন। দ্বিজেন্দ্ৰলাল। দাদামশায়কে দেখে রসিকতা করে তিনি বলে উঠলেন, ‘ওহে তোমরা দেখছি না। আমাদের দাদামশায়ের শীত পাচ্ছে, ওঁকে লেপ চপা দওহে!’
বঙ্গ মনীষীদের রঙ্গ রসিকতা এ কথা বলা মাত্র দ্বিজেন্দ্রলালের রসিক বন্ধুরা সত্য সত্যই লেপ নিয়ে এসে চাপা দিয়ে দিলেন দাদামশায়ের গায়ে! দাদামশায় দ্বিজেন্দ্রলাল ও তার বন্ধুদের এহেন মধুর জ্বালাতনে অভ্যস্ত ছিলেন। তাই তিনি কিছু মনে করতেন না। বরং মনে মনে মজাই পেতেন।
Leave a Reply