বিচার প্রসঙ্গে
বিখ্যাত ‘সাজাহান’ নাটকের লেখক দ্বিজেন্দ্রলাল রায় এক রাতে গল্প করছিলেন এক ইংরেজ সাহেবের সঙ্গে। সাহেব তাকে বললেন, আপনারা তিন-চার বছর বিদেশে থেকেও আমাদের দেশের রীতিনীতি সম্পর্কে কিছুই জানতে পারেননি। কীভাবে আমাদের ওপর বিচার করবেন?’
কথা শুনে তৎক্ষনাৎ দ্বিজেন্দ্ৰলাল বলে উঠলেন, ‘সাহেব, আপনারা দৈবশক্তিতে বোধহয় বিদেশ থেকেই আমাদের রীতিনীতি জানতে পারেন, আর তাই আমাদের বিচার করতে পারেন। নয় কি?’
দ্বিজেন্দ্রলালের মুখে চটজলদি এহেন কথা শুনে সাহেব। আর কিছু কথা বলতে না। পেরে গুড নাইট’ বলে চলে গেলেন!
Leave a Reply