চির কুমার
রবীন্দ্ৰনাথ একবার দক্ষিণাত্যে যাচ্ছিলেন। ট্রেন যাত্রার সময় বড় বড় স্টেশনে ট্রেন থামা মাত্রই ভক্তের দল কবিকে মালা পরিয়ে যাচ্ছিলেন। কবি তখন তার সঙ্গী অ্যভুজকে বললেন, ‘আমি বড় ক্লান্ত, তুমি ওদের বুঝিয়ে বল। ওদের সঙ্গে কথা বল।’
তো। তাই মেনে নিলেন অ্যাভুজ। ভোর হতেই একটা স্টেশনে ট্রেন থামল। কিছুক্ষণ পর অ্যাভুজ কবির কাছে এলেন। তার গলায় একরাশ মালা। তিনি কবিকে বললেন, ‘গুরুদেব, দেখুন, আপনার জন্য আমাকে কত মালা পরতে হয়েছে।’
রবীন্দ্ৰনাথ তখন রসিকতা করে বললেন, ‘যারা মালা পর্যাল তাদের মধ্যে কোনো অবিবাহিতা মেয়ে ছিল কি?’
কবির কথা শুনে চির কুমার অ্যাভুজ মুচকি হাসলেন।
Leave a Reply