খালি ওষুধ খায়
শান্তিনিকেতনে রবীন্দ্ৰনাথ সবার দিকে সমান নজর রাখতেন। কেউ অসুস্থ হলে কবি ঠিক বুঝতে পারতেন। একদিন শৈলজারঞ্জনকে তিনি বলেন, ‘কী ব্যাপার, গলাটা ধরা ধরা লাগছে, শরীর ভাল নেই নিশ্চই।’
শৈলজারঞ্জন স্বীকার করে বলেন, ‘হ্যাঁ গুরুদেব, শরীরটা ভাল যাচ্ছে না।’ রবীন্দ্ৰনাথ তখন শৈলজারঞ্জনকে জোর করে বায়োকেমিক ওষুধ দিয়ে বলেন, নাও, এক্ষুনি খেয়ে নাও। আর হ্যাঁ, নামটা কিন্তু খাতায় লিখে রাখতে ভুলো না।’
এর কিছুদিন পরে কবি অন্য একজনকে শৈলজারঞ্জন সম্পর্কে বলতে গিয়ে বলেন, ‘ওকে আমনি মোটাসোটা দেখছ, ওর ভেতরে হাইপোকনড্রিয়া আছে। খালি ওষুধ খায়!’ এই কথা পরে শৈলজারঞ্জনের কানে যেতে তিনি এসে ভয়ে ভয়ে কবিকে বলেন, ‘গুরুদেব, আমি কি আপনার কাছে ওষুধ চেয়ে খাই? আপনি একথা বলেছেন যে?’
কবি তখন হেসে বলেন, ‘হ্যাঁ বলেছি, রাগড় করে বলেছি, তুমি একটু দেরীতে বুঝেছি, এই যা! তা হ্যাঁ, এখন শরীর কেমন আছে?’
কবির কথায় শৈলজারঞ্জন হেসে বলেন, ‘ভাল।’
Leave a Reply