কবির দণ্ড
বৃদ্ধ বয়সে রবীন্দ্রনাথ ভালভাবে হাঁটতে পারতেন না। তবু তিনি সারাদিন চুপকরে ঘরে বসে থাকতেও পারতেন না। একদিন তিনি আস্তে আস্তে হেঁটে কলাভবনে এলেন। সেখানে এসে তিনি চারদিকে তাকিয়ে বললেন, ‘কই? আমার দণ্ড কই?’
কবির কথা শুনে সবাই অবাক। গুরুদেবের হাঁটতে অসুবিধা হয় সবাই জানে, কিন্তু তিনি আবার হাতে লাঠি নিলেন কবে থেকে?
সেই সময় শিল্পী নন্দলাল বসুর বড় মেয়ে গৌরী দেবী কবির পাশে পায়ে পায়ে এগিয়ে এলেন। তখন কবি তার কঁধে হাত রেখে ঘুরে ঘুরে কলাভবনের সব কিছু দেখতে লাগলেন। এরপর কবি উপস্থিত সকলের উদ্দেশ্যে বললেন, ‘কী ব্যাপার, তোমরা কি এখানে কোনো ফটোগ্রাফারের ব্যবস্থা রাখোনি?’
সঙ্গে সঙ্গে ক্যামেরার ব্যবস্থা হল। গৌরী দেবী। সলজ দাঁড়ালেন গুরুদেবের পাশে। কিন্তু তঁরা আলোর বিপরীতে দাঁড়ানোর জন্য ফটোতে একটি কালো কাগজ ছড়া কিছুই দেখা গেল না।
কবি গৌরী দেবীকে বিশেষ স্নেহ করতেন।
Leave a Reply